টুইটার বুটস্ট্রাপ একটি ফ্রেমওয়ার্ক । সাধারণত আমরা বলতে পারি টুইটার বুটস্ট্রাপ এক ধরনের টুল বা ফ্রেমওয়ার্ক যা আপনার ওয়েব সাইট তৈরি সহজ করে এবং বিভিন্ন উপাদান বিলট ইন থাকার কারনে পরিশ্রম অনেক কমে যায় ।
উইকিপিডিয়া মতে, টুইটার বুটস্ট্রাপ হচ্ছে একটি ফ্রী ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির টুল । এটা আপনাকে HTML ও CSS বেস ওয়েব টেম্পলেট দিয়ে থাকে যাতে আপনি পাবেন ফর্ম, বাটন, ন্যাভিগেটর, চার্ট, টাইফোগ্রাফি ও অন্যান্য ইন্টারফেস কম্পোনেন্ট এবং কিছু জাভাস্ক্রিপ্ট ।
আরও জানতে এখান থেকে ঘুরে আসুনঃ Twitter Bootstrap
AL- Amin সমন্বয়ক হিসেবে প্রশ্ন অ্যানসারস এর সাথে আছেন। মানুষ হিসেবে সাধারণ একজন। চলার পথের মাধ্যমে যেকারো সাথেই কিছুদিন যাবত চললে, যে কাউকেই সহজে কাছে টেনে নিতে বেশি পছন্দ করেন। সবসময় অজানার ব্যাপারে মনযোগীর আকর্ষণের চেষ্টা করে নতুন নতুন বিষয়ে জানতে ভালোবাসেন।